নড়াইলে ভলিবল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের অংশগ্রহণে নড়াইলে উৎসবমুখর ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা
বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় নড়াইল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলার ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা ক্রীড়া অফিসার মো: কামরুজ্জামান। এ সময়ের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, নড়াইল জেলার ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের সদস্য মোঃ আল আমিন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






