নড়াইলে ভলিবল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Mar 2, 2025 - 14:24
 0
নড়াইলে ভলিবল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ভলিবল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারুণ্য উৎসব ও বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় নড়াইল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলার ক্রীড়া অফিসের আয়োজনে প্রতিযোগিতায় বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত প্রশাসক আহসান মাহমুদ রাসেল। এ সময় জেলা ক্রীড়া অফিসার মোঃকামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনাসভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য হেমায়েতুল হক হিমু,সাংবাদিক মোঃআল আমিন, ক্রীড়া সংস্থার রেফারি শামীম খাঁন সহ প্রমুখ। বিকালে প্রতিযোগিতা শেষে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ  অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন নড়াইল জেলা ক্রীড়া অফিসার মো: কামরুজ্জামান। এ সময়ের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, নড়াইল জেলার ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের সদস্য মোঃ আল আমিন, ফলিবল কোচ খাঁন তৌহিদুর রহমান, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক  ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow