রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে নড়াইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে নড়াইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (৬ মার্চ) অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভায় রমজান মাসে সবজি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখার স্বার্থে বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে বিনা লাভের দুটি দোকান স্থাপনের সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসন, নড়াইল এবং ক্যাব, নড়াইল এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। সভায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, মজুতদারি রোধ এবং সাধারণ মানুষের সুবিধার্থে যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,নড়াইল জেলা ক্যাব’র সভাপতি ম.ম. শফিউর রহমান শফিউল্লাহ, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, সাংবাদিক মুন্সি আসাদ রহমান, কাজী আনিসুর রহমান, মো. নূরুন্নবী সামদানী, ছাত্র প্রতিনিধিরা।
What's Your Reaction?






