নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিক সম্মেলন

Mar 7, 2025 - 12:36
 0
নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিক সম্মেলন

আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়"—এই স্লোগানকে প্রতিপাদ্য করে এ বছর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে শুক্রবার নড়াইল প্রেসক্লাবের হলরুমে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক নারী দিবস কমিটি, দুর্বার নেটওয়ার্ক এবং বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও অধিকার নিশ্চিতকরণের জন্য ১১ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো—নারীর বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর সমান উপস্থিতি ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা এবং জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আন্তর্জাতিক নারী দিবস কমিটির নড়াইল জেলা প্রতিনিধি কোহিনুর আক্তার। এছাড়া নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক এস. এম. আব্দুল হক ও সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্বার নেটওয়ার্কের সদস্য সালমা জামান, আন্তর্জাতিক নারী দিবস কমিটির সদস্য লাভলী ইয়াসমিন, নূর নাহার পারভীন, গুলশান আরা, সাজেদা খানম ও লামিয়া সুলতানা। বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow