নড়াইলে মাদক কারবারিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইলের রামসিদ্ধি, কলিমন, বিষ্ণুপুর ও বাসগ্রামে মাদক কারবারিদের গ্রেফতার দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মাদকবিরোধী সচেতন সমাজের আয়োজনে শুক্রবার (৭ মার্চ) দুপুরে বিষ্ণুপুর এলাকায় এসব কর্মসূচীর আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন-হানিফ খন্দকার, কাজী জহিরুল ইসলাম, হাসান খন্দকার, রেজা মোল্যা, কে এম নজরুল ইসলাম, মোহাম্মদ হুসাইন, আজমল হোসেন, জাবিদ কাজীসহ অনেকে।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নড়াইলের রামসিদ্ধি, কলিমন, বিষ্ণুপুর ও বাসগ্রামে মাদক বেচাকেনা চলছে। বিশেষ করে রাত গভীর হলে মোটরসাইকেলযোগে মাদক কারবারিরা এসব গ্রামে এসে বেচাকেনা শুরু করেন। তাদের যন্ত্রণায় নারী, শিশু-কিশোরসহ সবাই অতিষ্ঠ। প্রতিবাদ করলে জীবননাশের হুমকি দিয়েছে। মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে লিখিত দাবি জানিয়েছি। আশা করছি কালক্ষেপণ না করে প্রশাসন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিবে।
What's Your Reaction?






