ধর্ষণ ও নারী নির্যাতনের কঠোর বিচার চায় শিক্ষার্থীরা

Mar 13, 2025 - 19:41
 0
ধর্ষণ ও নারী নির্যাতনের কঠোর বিচার চায় শিক্ষার্থীরা

ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের ট্রাইবুনাল গঠন সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বরগুনার সাধারণ শিক্ষার্থীরা। 

বুধবার রাতে বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাসের সামনে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। সেখান থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা জেনারেল হাসপাতালের সামনে এসে শেষ হয়। 

বিক্ষোভ সমাবেশে নারী নেতৃত্ব নিয়ে কাজ করা বরগুনার তরুণ স্বেচ্ছাসেবী শিক্ষার্থী সুবাহ্ তাবাসসুম ঐশী বলেন, সারা দেশে শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী পর্যন্তও ধর্ষণের শিকার হচ্ছেন। আজ আমাদের রাস্তায় নামতে হয়েছে ধর্ষকের বিচারের দাবিতে। মাগুরায় শিশু আছিয়ার ওপর যে নির্মম অত্যাচার হয়েছে দ্রুত এই শিশুর ধর্ষকদের শাস্তি চাই। 

তিনি আরও বলেন, ধর্ষকের এমন শাস্তি হওয়া উচিত যেন পরবর্তীতে আর কেউ ধর্ষণের সাহস না পায়। তাই ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের ট্রাইবুনাল গঠনের দাবি জানাই। বিক্ষুব্ধ আরেক শিক্ষার্থী সানাউল্লাহ সাদ বলেন, আমরা চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আর যেন কোন ধর্ষণের খবর না হয়। এজন্য ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। যাতে করে এ দেশে আর কখনো কোন ধর্ষণের ঘটনা না ঘটে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow