নড়াইলে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Mar 22, 2025 - 12:38
 0
নড়াইলে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

'হিমবাহ সংরক্ষণ' এই পতিপাদ্য নিয়ে নড়াইলে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) ১০ টায় জেলা প্রশাসন ও নড়াইল পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসক কার্যলয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া শুকায়নার সভাপতিত্বে এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহার সঞ্চলনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) যুবায়ের হোসেন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের (লোহাগড়া) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শফিউল্লাহ প্রমূখ। এ সময় বক্তারা বলেন, শুষ্ক মৌসুমে হিমবাহ বিশ্বের অধিকাংশ নদ-নদীকে মিঠা পানি সরবরাহের মাধ্যমে প্রবাহমান রাখছে। এবং নদ-নদী ও ছোট ছোট সৌতশ্রেণী দ্বারা পৃথিবীর প্রাণী ও উদ্ভিদের জীবন রক্ষা করছে। পৃথিবীর প্রায় ২ বিলিয়ন মানুষ সরাসরি হিমবাহের মিঠা পানির উপর সরাসরি নির্ভরশীল। 
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী প্রতিবছর (২২ মার্চ) বিশ্ব পানি দিবস পালিত হয়।


What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow