পটুয়াখালীতে চার বছরের শিশু কে ধর্ষণের অভিযোগঃ গ্রেফতার চাচাতো ভাই

Mar 22, 2025 - 19:29
 0
পটুয়াখালীতে চার বছরের শিশু কে ধর্ষণের অভিযোগঃ গ্রেফতার চাচাতো ভাই

পটুয়াখালী সদর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

 ঘটনায় শিশুটির পরিবারের করা মামলায় তার চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

শুক্রবার রাতে ভুক্তভোগীর পরিবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়। পরে রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, রাতেই অভিযান চালিয়ে শহর থেকে আত্মগোপনে থাকা অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

 

শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) একজন কর্মকর্তার জানান, কয়েক দিন আগে ভুক্তভোগী ওই শিশুর পরিবারের ভাড়া বাসায় বেড়াতে আসেন শিশুটির চাচাতো ভাই। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিশুটিকে বাসায় রেখে তাঁর মা বাজারে যান। ঘণ্টাখানেক পর শিশুটির মা ফিরে দেখেন, তাঁর মেয়ের সঙ্গে ওই ব্যক্তি জবরদস্তি করছেন। এ ঘটনার পর তিনি পালিয়ে যান। এরপর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল দুপুরে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক দিলরুবা ইয়াসমিন ও শিশুটির মেডিকেল পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সায়মা সুলতানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। তবে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সে বর্তমানে স্থিতিশীল আছে।

 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কি না, তা চূড়ান্তভাবে মেডিকেল রিপোর্টের ভিত্তিতে নিশ্চিত করা হবে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow