নড়াইল প্রেসক্লাবে আগমন উপলক্ষে বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

Mar 23, 2025 - 19:05
 0
নড়াইল প্রেসক্লাবে আগমন উপলক্ষে বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এর নড়াইল প্রেসক্লাবে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ দুপুর ২ টায় নড়াইল প্রেসক্লাবের হল রুমে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।  নড়াইল প্রেসক্লাবের আহবায়ক অ্যাডভোকেট এস এম আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে  সংবর্ধিত অতিথি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ ভিত্তি। সমাজের ভুল ত্রুটি সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। বিএনপি সব সময় সাংবাদিকদের পাশে আছে। তিনি আরো বলেন, নড়াইল জেলায় কোন চাঁদাবাজদের কোন  স্থান নাই।
 
সভায় স্বাগত বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু।  এ সময় আরও বক্তব্য রাখেন নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নড়াইলের সিনিয়র সাংবাদিক তারিকুজ্জামান লিটু, জেলা বিএনপি নেতা আলী হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুব মোরশেদ জাপল, নড়াইল প্রেসক্লাবের কার্যকরী সদস্য কার্তিক দাস  মোস্তফা কামাল, খায়রুল আরেফিন রানা, কাজী হাফিজুর রহমান, অ্যাড. আজিজুল ইসলামসহ সিনিয়র  সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন নড়াইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদ সদস্য আল আমিন ও সাংবাদিক মুন্সি আসাদুর রহমান।  অনুষ্ঠানে সংবর্ধিত  অতিথিকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সিনিয়র সাংবাদিকবৃন্দ।


What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow