সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪ জন - নাটোরে 

Mar 26, 2025 - 12:37
 0
সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪ জন - নাটোরে 

নাটোরের বাগাতিপাড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) দিনভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- উপজেলার কাকফো পুরাতন পাড়া এলাকার সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯) উপর হাটদৌল এলাকার বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি (২২)  উত্তর হাটদৌল গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামসুল আলী ওরফে রাজিব হোসেন (২৪) এবং সিংড়া উপজেলার আকপাড়া শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মেহেদী হাসানের সঙ্গে ভুক্তভোগী তরুণীর এক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের সুযোগ নিয়ে মেহেদী হাসান তাকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করে। সবশেষ ৫ মার্চ ওই তরুণীর বাড়িতে গিয়ে তার ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ফের শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। ভুক্তভোগী তরুণী রাজি না হলে তার মুখ চেপে ধরে পাশের আম বাগানে নিয়ে মেহেদী হাসানসহ তার তিন সহযোগী মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে মামলা করলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হওয়ার ৫ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চার আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow