বামনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরগুনার বামনায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
এ দিবস উপলক্ষে বুধবার সকাল ৭ টার সময় বামনা উপজেলা প্রশাসন, বামনা থানা পুলিশ, বামনা উপজেলা বিএনপি, বামনা মুক্তিযোদ্ধা সেক্টর, ফায়ার সার্ভিস, বামনা প্রেসক্লাব, বামনা সরকারি ডিগ্রি কলেজ, বেগম ফয়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠন পক্ষ থেকে বামনা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ৮ টায় সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ: নিকহাত আরার সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার মাহমুল হাসিব সঞ্চালনায় সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন আর রশিদ হাওলাদার, উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম ঙ রানা, জামায়াত ইসলামী সেক্রেটারী সাইফুল্লাহ মানসুর, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন সভাপতি আবদুস সোবহান খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম সরদার, বামনা বনিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান নাজির ধলু, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া,সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লাসহ সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য রাখেন।
What's Your Reaction?






