বিবস্ত্র করে ভিডিও ধারণ; পর্নোগ্রাফি আইনের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

Mar 28, 2025 - 17:55
 0
বিবস্ত্র করে ভিডিও ধারণ; পর্নোগ্রাফি আইনের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

বরগুনার পাথরঘাটায় প্রবাসীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় পর্নোগ্রাফি মামলায় আবুল কালাম ওরফে গদি কালাম নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে পর্নোগ্রাফি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল কালাম পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ রাত ১০টার দিকে প্রবাসী নাজমুল জমাদ্দারকে বিএনপি নেতা গদি কালাম ও তার লোকজন জোরপূর্বক ধরে নিয়ে যায়। তাকে একটি আবাসনে নিয়ে গিয়ে আগে থেকে রাখা এক নারীর পাশে বসিয়ে জোর করে কাপড় খুলতে বাধ্য করা হয়। পুরো ঘটনাটি ভিডিও করে গদি কালাম ও তার সহযোগীরা। এরপর মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয় নাজমুলের কাছ থেকে।  

ভুক্তভোগী কিছু টাকা দিলেও চাহিদা অনুযায়ী পুরো টাকা দিতে না পারায় গদি কালাম ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেন। এতে নাজমুল ও তার পরিবারের মান-সম্মান হুমকির মুখে পড়ে।  

এ ঘটনায় নাজমুল জমাদ্দারের মা রানী বেগম ২৮ মার্চ পাথরঘাটা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলায় গদি কালামকে প্রধান অভিযুক্ত করা হয়। মামলা দায়েরের পর রাত সাড়ে তিনটার দিকে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে গদি কালামকে গ্রেপ্তার করে।  

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মাথাচারা দিয়ে ওঠেছে এইসব বিএনপি'র নামধারী নেতারা। গতকাল যৌথ বাহিনী তাকে গ্রেফতারের পর স্থানীয় রায়হানপুর অন্তর্গত কাকচিড়া বাজারের ব্যবসায়ীরা অনেকটা খুশি হয়েছে। কারণ মামলা বাণিজ্যের ভয় দেখিয়ে এই বিএনপি নেতা গদি কালাম কোটি কোটি টাকা বাণিজ্য করেছে কাকচিড়া বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে। তার বিরুদ্ধে একাধিক জমি দখলের অভিযোগ রয়েছে। 

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, আবুল কালাম ওরফে গদি কালামের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের ৮ এর (১)(২)(৩)(৫) ধারায় মামলা হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow