বরগুনার তালতলীতে ঈদের নামাজে ইমামকে হ*ত্যা*র চেষ্টা

Mar 31, 2025 - 22:38
 0
বরগুনার তালতলীতে ঈদের নামাজে ইমামকে হ*ত্যা*র চেষ্টা

প্রতিশোধ নিতে ইমাম বন্ধুর ওপর হামলা ছুরিসহ আটক বন্ধু

বরগুনার তালতলী উপজেলার একটি মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজরত অবস্থায় ইমাম ইমরান হোসেনকে দেশীয় অস্ত্র  দিয়ে হত‌্যার চেষ্টা চালায় মাসুম নামের এক যুবক। পরে মুসুল্লীরা ইমামকে হত‌্যা চেষ্টাকারী যুবকে  আটক করেছে। পরে তারা তাকে তালতলী থানা পুলিশকে সোপর্দ করেছেন। ঘটনা ঘটেছে সোমবার সকাল ৮ টার দিকে উপজেলা শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের সিকদার বাড়ি মসজিদে।  আটককৃত যুবক তালতলী উপজেলার কড়াইবাড়িয়ে ইউনিয়নের আলীরবন্দর গ্রামের সাইদুর রহমানের ছেলে।  ইমাম ইমরান হোসেন হামলাকারী মাসুমের বন্ধু। পূর্ব শত্রুতার জের ধরে ইমামকে হত‌্যার পরিকল্পনা করেছে।এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

ইমামের ওপর হামলাকারী মাসুমের অভিযোগ, মসজিদের ইমাম ইমরান তার বন্ধু।  গত বছর কোরবানি ঈদে কুয়াকাটার একটা আবাসিক হোটেলে প্রেমিকাকে নিয়ে যায় মাসুম। সাথে আমার বন্ধ ইমরানও ছিল । প্রেমিকাকে বন্ধু ইমরানের কাছে রেখে টাকার সংগ্রহে যায় মাসুম। ওই ফাকে বন্ধু ইমরান তার প্রেমিকার ইজ্জত হরণ করেছে। তিনি আরো বলেন, বিষয়টি আমি জানতে পারি এবং ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। পরে আমি ঢাকায় চলে যাই এবং প্রতিশোধ নিতে সুযোগ খুঁজি। এক হাজার টাকায় ঢাকা থেকে একটি ছুরি কিনে কুরিয়ারের মাধ‌্যমে তালতলী নিয়ে আসি।  সুযোগ বুঝে ঈদের দিনই তার ওপর আক্রমণের পরিকল্পনা করি। পরিকল্পনা মাফিক নামারত অবস্থায় ইমাম ঘাতক বন্ধুকে হত‌্যা করার জন্য  ছুরি বের করি। কিন্তু মুসুল্লীদের কারনে তাকে হত‌্যা চেষ্টায় ব‌্যর্থ হই।  

মসজিদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন, নামাজের দ্বিতীয় রাকাতের সময় হামলাকারী কুরিয়ারের একটি কার্টুন থেকে আনুমানিক দুই ফুট লম্বা একটি ছুরি বের করে। তাৎক্ষনিক আমি নামাজ ছেড়ে তাকে ঝাপটে ধরি। এরপর মুসল্লিরা তাকে ধরে আটক করে। পরে থানা পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে।  তিনি আরো বলেন, ইমামের সাথে ওই যুবকের পূর্ব শত্রুতা রয়েছে । এ সময় মুসুল্লীরা নামাজ ছেড়ে ছুটাছুটি শুরু করে এবং নামাজ বন্ধ হয়ে  যায়।

সিকদার বাড়ি মসজিদের ইমাম ইমরান হোসেন তার ওপর আনিত মাসুমের অভিযোগ অস্বীকার করে বলেন, কেওড়াবুনিয়া মাদ্রাসায় পড়াকালীন সময়ে মাসুম তার মোবাইল চুরি করে।  ওই ঘটনা তার সঙ্গে আমার দ্বন্ধ হয়।  এতে ক্ষিপ্ত হয়ে মাসুম আমার ওপর হামলার চেষ্টা করেছে।

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাসুমকে দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow