বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের

Apr 10, 2025 - 16:04
 0
বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের

‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ বা ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এ প্রস্তাবনা জমা দেন। 

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে তারা লিখিত মতামত দেন।

লিখিত মতামতে দলটির পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হয়, সে জন্য ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি প্রস্তাব করছি।

দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত সংস্কারের অধিকাংশের সাথেই একমত পোষণ করেছে তার দল। বিশেষ করে সংবিধানের মূলনীতি পরিবর্তন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য আনা, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া একই ব্যক্তি দল সরকার ও সংসদ প্রধান না থাকা, ৭০ অনুচ্ছেদের বিলুপ্তির মতো প্রস্তাবকে তারা স্বাগত জানিয়েছে বলে জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবসহ ৬ সদস্যর প্রতিনিধি দল এ প্রস্তাব জমা দেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow