ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, বাসচাপায় মৃত্যু মায়ের।

Apr 11, 2025 - 17:49
 0
ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, বাসচাপায় মৃত্যু মায়ের।

মাগুরা সদরের ভায়না টিএনটি অফিসের সামনে যশোর-মাগুরা মহাসড়কে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় মায়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার  দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাইলি বেগম (৬০) ভিটাসাইর গ্রামের মঞ্জুর মোল্যার স্ত্রী। নিহতের বাড়ি মাগুরা পৌর এলাকার ভিটাসাইর গ্রামে।

পুলিশ ও পথচারীরা জানায়, সাতক্ষীরা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা সারদিয়া পরিবহন মাগুরা ভায়না মোড় এলাকার টিএনটি অফিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা ওই বৃদ্ধা ছিটকে রাস্তায় পড়ে যান। সে সময় বাসটির চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহি বৃদ্ধার মৃত্যু হয়। পরে তাঁর মরদেহটি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের অস্থায়ী মর্গে নিয়ে যায় পুলিশ।

এ ঘটনার বিষয়ে মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘আমরা খবর পেয়ে সারদিয়া পরিবহনের বাস ও চালক আজহার আলীকে আটক করেছি। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলার কাঁশিয়ানিতে। এ বিষয়ে পরিবার অভিযোগ দিলে মামলা হবে।’

ওসি আরও বলেন, ‘পরিবার মামলা দিতে না চাইলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।’



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow