বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ৬ দিনে ২৩ জন ধর্ষণের শিকার!

Apr 11, 2025 - 21:09
 0
বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ৬ দিনে ২৩ জন ধর্ষণের শিকার!

ভারতের উত্তর প্রদেশের এক নারীকে ৬ দিনে ২৩ জন ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পর সেখান থেকে ফেরার সময় তিনি প্রথমে ধর্ষণের শিকার হন বলে জানা যায়। এরপর ৬ দিন বিভিন্ন হোটেল ও বাসায় বিভিন্ন সময় ধর্ষণ করা হয় তাঁকে। এ ঘটনা ভারতে এতটাই আলোড়ন তুলেছে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ১৯ বছর বয়সী ওই নারীর পরিবার থেকে প্রথমে নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়। এরপর ধর্ষণ মামলা হয়। তাতে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই নারী। বিভিন্ন সময় এসব ধর্ষণের আগে জোর করে মদপান করানো হয় তাঁকে। তবে ওই নারী এ ব্যাপারে পুলিশের কাছে কিছুই বলেননি। 

ওই নারীর পরিবার থেকে মামলায় উল্লেখ করা হয়, গত ২৯ মার্চ তিনি বন্ধুর বাড়িতে যান। ফেরার সময় রাজ নামের একজনের সঙ্গে দেখা করেন। রাজ তাঁকে লাঙ্কা নামক এলাকার একটি ক্যাফেতে নিয়ে যান এবং অন্য বন্ধুদের নিয়ে বাজে আচরণ করতে থাকেন। পরদিন ৩০ মার্চ সামীর নামের আরেকজনের সঙ্গে দেখা হয় ওই নারীর। ওই সময় সামীর কয়েকজন বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। ওই নারীকে মোটরসাইকেলে অন্যত্র নিয়ে গিয়ে ধর্ষণ করেন তাঁরা। 

অভিযোগে বলা হয়, ধর্ষণের পর ওই নারীকে নাদেসার নামক এলাকায় ফেলে যান সামীর। ৩১ মার্চ আয়ুশ ও আরও কয়েকজন বন্ধু মিলে ওই নারীকে আরেকটি ক্যাফেতে নিয়ে যান। সেখানে মদপান করানো হয় তাঁকে, এরপর করা হয় সংঘবদ্ধ ধর্ষণ। ১ এপ্রিল সাজিদ নামের একজন তাঁকে একটি হোটেলে নিয়ে যান। সেখানে অনেকে মিলে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে বাইরে ফেলে যায় তাঁকে।  

সেখান থেকে ফেরার পথে ইমরান নামের আরেকজনের সঙ্গে দেখা হয় ওই নারীর। তিনিও তাঁকে আরেকটি হোটেলে নিয়ে যান এবং জোর করে মদপান করানো হয়। সেখানেও তাঁকে ধর্ষণ করে পরে বাইরে ফেলে রেখে যান। ২ এপ্রিল তাঁকে উদ্ধার করে বাসায় নিয়ে যান রাজ খান নামের আরেকজন। তিনিও তাঁকে ধর্ষণ করেন। ফেলে রেখে যান একটি ঘাটে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে বন্ধুর বাসায় নিয়ে যান দানীশ নামের আরেক ব্যক্তি। তিনি ও কয়েকজন মিলে তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। 


৪ এপ্রিল বাসায় ফিরতে সক্ষম হন ওই নারী।
আজ শুক্রবার এ ব্যাপারে বিস্তারিত জানতে পারেন নরেন্দ্র মোদি। এরপর তিনি অভিযুক্তদের কঠোর শাস্তির নির্দেশ দেন। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow