নড়াইল অজ্ঞাতনামা ছুরিকাঘাতে বাস শমিক নিহত

নড়াইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় অজ্ঞাতনামার ছুরিকাঘাতে বাস শ্রমিক নিহত হয়েছে। আজ শনিবার (১২ এপ্রিল) সকালের দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই বাস চালকের নাম আশরাফুল ইসলাম মুসা (৪৫)। তিনি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর এলাকার মৃত সামছের মুন্সীর ছেলে।
পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে দলজিৎপুরের নিজ বাড়ি থেকে বের হন মুসা। এরপর তিনি শহরের নতুন বাসটার্মিনালে আসেন। রাতে সেখানেই ছিলেন। এরপর আজ শনিবার সকালে নড়াইল টার্মিনাল ভবনের একটি কক্ষে কে বা কারা তাঁকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। কিছু সময় পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুসার মৃত্যু হয়।
এ ব্যাপারে নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা ছুরিকাঘাতে মুসা নামে এক বাস শ্রমিক মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। দ্রুতই এ ঘটনার রহস্য উন্মোচন ও জড়িতদের গ্রেপ্তার করা হবে।
What's Your Reaction?






