বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে আটক ৩৮

Apr 16, 2025 - 00:04
 0
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে আটক ৩৮

দাগনভূঞায় সংঘর্ষের পর বিএনপির দুই গ্রুপের সমর্থকদের আটক করে নিয়ে যাচ্ছে যৌথবাহিনী।

ফেনীর দাগনভূঞায় ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৩৮ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

গতকাল  বেলা ১১টার দিকে দাগনভূঞা পৌর শহরে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষ দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ইট-পাটকেলের বিশেষ মহড়া দেখা যায়। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে ১২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিক যৌথবাহিনী অভিযানে নামে। এসময় দাগনভুঞা বাজারের বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে আটক করা হয়।

সোনাগাজী–দাগনভুঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তছলিম উদ্দিন বলেন, ‘দাগনভুঞা বাজার ইজারাকে কেন্দ্র করে বিএনপির আকবর ও ফটিক এই দুপক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকজন দুর্বৃত্তকে আটক করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow