পুলিশ কর্মকর্তা মামুন হত্যায় আরাভ খানসহ ৮ আসামির যাবজ্জীবন

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক সোনা ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এ রায় দেন।
আরাভ বাদে বাকি দণ্ডপ্রাপ্তরা হলেন- আরাভের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হোসেন এবং দুই কিশোরী মেহেরুন নেছা স্বর্ণ ওরফে আফরিন ওরফে আন্নাফী ও ফারিয়া বিনতে মীম ওরফে মাইশা।
এদের মধ্যে আরাভ ও সুরাইয়া পলাতক। জামিনে আছেন অপ্রাপ্তবয়স্ক আন্নাফী ও মাইশা। বাকিরা কারাগারে রয়েছেন।
২০১৮ সালের ৭ জুলাই বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। এর দুদিন পর গাজীপুরের জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মামলা করেন মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান।
২০২৩ সালে দুবাইয়ে অভিজাত জুয়েলারি দোকান উদ্বোধন করে আলোচনায় আসেন আরাভ খান। একটি অস্ত্র মামলায় ওই বছর তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
What's Your Reaction?






