স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দিয়ে পালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Apr 20, 2025 - 14:36
 0
স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দিয়ে পালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর মরদেহ কাপড় দিয়ে পেঁচিয়ে আগুন দিয়ে পালানোর  অভিযোগ উঠেছে স্বামী শাহীন খন্দকারের বিরুদ্ধে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

গতকাল শনিবার দিবাগত ভোর রাতে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার কালাম মাদবরের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতের নাম নুরানী আক্তার। তিনি স্থানীয় ন্যাচারাল ইন্ডিগো লিমিটেড কারখানায় কাজ করতেন। অভিযুক্ত পলাতক স্বামীর নাম শাহীন খন্দকার। তিনি বগুড়া জেলার সোনাতলা থানার সোনাতলা নতুন বন্দরের আনারুল খন্দকারের ছেলে। শাহীন খন্দকার পিকআপ চালক বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, পারিবারিক কলহের জেরে ভোরে স্বামী শাহীন খন্দকার তাঁর স্ত্রী নুরানীকে হত্যার করেন। পরে মরদেহ কাপড় দিয়ে পেঁচিয়ে ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এ সময় প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে আগুন নিভিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া অভিযুক্ত স্বামী শাহিনকে আটকে চেষ্টা চালাচ্ছে পুলিশ।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow