চাঁদাবাজির অভিযোগ পৌর বিএনপির যুগ্ম- আহবায়ক গ্রেফতার 

Apr 23, 2025 - 20:02
 0
চাঁদাবাজির অভিযোগ পৌর বিএনপির যুগ্ম- আহবায়ক গ্রেফতার 

বরগুনার বেতাগীতে চাঁদাবাজির অভিযোগে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজামাল মিন্টুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বেতাগী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ।

এছাড়াও চাঁদাবাজির অভিযোগে বেতাগী উপজেলা ও পৌর বিএনপির একাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন হাওলাদার।


 
মামলা সূত্রে জানা যায়, মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান (৪৫), ২ নম্বর আসামি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিন্টু হাওলাদার (৪০) এবং ৩ নম্বর আসামি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ জামাল মিন্টু ওরফে মিন্টু আকন (৪৮)।

এছাড়া মামলায় আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।   থানা পুলিশ সূত্রে জানা যায়, দ্রুত বিচার আইন ২০০০ (সংশোধিত ২০১০) এর ৪/৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বরগুনা আদালতের সি/আর ৬০/২০২৫ নম্বর মামলার বাদী খোকন হাওলাদার। মামলাটি বেতাগী থানার মামলা নং ৭ , তারিখ : ২২ এপ্রিল ২০২৫। 

মামলার এজাহার  সূত্রে আরো  জানা গেছে , ১৪ এপ্রিল ২০২৫ সকাল ১০টার দিকে বেতাগী পৌরসভার টেম্পু স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় অভিযুক্তরা নিজেদের তৈরি মনগড়া রশিদ ব্যবহার করে ইজিবাইক, অটোরিকশা ও পিকআপ ভ্যান থেকে চাঁদা আদায় করার অভিযোগে মামলা দায়ের করেন বাদী খোকন হাওলাদার। 


এবিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, “খোকন হাওলাদার নামের  এক  ব্যক্তি মামলা দায়ের করেছেন এবং মামলাটি রুজু করা হয়েছে। আমরা মিন্টু নামের একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow