হবিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী-সমর্থকদের সংঘর্ষে আহত দুই শতাধিক

Aug 21, 2023 - 22:33
 0  198
হবিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী-সমর্থকদের সংঘর্ষে আহত দুই শতাধিক
হবিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে

বাংলাদেশের হবিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে, উভয় পক্ষের ২ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর করা হয়। রবিবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৯ আগস্ট) বিকালে হবিগঞ্জ বিএনপি আয়োজিত পদযাত্রা শেষে পুলিশের সঙ্গে বিএনপি কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ দেড় শতাধিক মানুষ আহত হন। এ ঘটনার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ রবিবার বিকালে শায়েস্তানগর এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় উভয় পক্ষের মধ্যে প্রায় ২ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। সংঘর্ষ শুরু করার জন্য উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করেছে। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

স্থানীয় লোকজন জানায়, রবিবার বিকালে নগরীতে মিছিল বের করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মিছিলটি শায়েস্তানগর এলাকায় বিএনপির আঞ্চলিক কার্যালয়ের সামনে পৌঁছালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইনজীবী লুৎফুর রহমান এ সংঘর্ষের জন্য বিএনপিকে দায়ী করেন।তিনি বলেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে বিএনপি নেতা-কর্মীরা হামলা করেছে। আমাদের নেতা-কর্মীরা তা প্রতিহত করতে গেলে সংঘর্ষের রূপ নেয়।” আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন জানান, “লগি, বৈঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল থেকেই জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র জিকে গউছের বাসায় হামলা চালানো হয়েছে।” তারাও দাবি করেন যে সংঘর্ষে বিএনপির প্রায় একশ’ নেতা-কর্মী আহত হয়েছেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow