যুবলীগ নেতা ও ২নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. তানভীর আহমেদ সিদ্দিকী গ্রেপ্তার

Apr 26, 2025 - 19:14
 0
যুবলীগ নেতা ও ২নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. তানভীর আহমেদ সিদ্দিকী গ্রেপ্তার

বরগুনা থানা পুলিশের অভিযানে যুবলীগ নেতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট তানভীর আহমেদ সিদ্দীকি (৪১) পিতাঃ মৃত্যুঃ আবদুল মজিদ মিয়া কে গ্রেপ্তার করেছেন পুলিশ ।

তিনি বরগুনা জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন পরিষদের পরপর নির্বাচিত চেয়ারম্যান। 

ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার সময় গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামের একটি বাসা থেকে বরগুনা থানা পুলিশ এ্যাডভোকেট তানভীর আহমেদ সিদ্দিকী কে গ্রেপ্তার করে। 

এবছর বরগুনায় শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ করার জন্য পুলিশি নজরদারিতে ছিলেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে বরগুনা থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে। 

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা যুবলীগ নেতা ও গৌরীচন্না ইউনিয়ন পরিষদ বার বার নির্বাচিত চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। সে বরগুনা থানার বিশেষ আইন মামলার একজন আসামী। অদ্য বিকেল পাঁচটায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow