রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি জেইন

Aug 28, 2023 - 21:28
 0  56
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি জেইন

জেলা প্রতিনিধি।। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি জেইন নামক একটি বানিজ্যিক জাহাজ। সোমবার(২৮ আগষ্ট)  সকাল ১০ টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে ওই বানিজ্যিক জাহাজটি।

বানিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড এর সহকারী  ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গেল ৮ আগষ্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৫০হাজার ৪৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। চট্রগ্রাম বন্দরে ১৯ হাজার ৫ শত মেট্রিক টন কয়লা খালাস করে।

লাইটার যোগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকী ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে এমভি জেইন। দুপুরের পর থেকে পন্য খালাস শুরু হয়েছে। সেখান থেকে কয়লা  লাইটারে খালাস করে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌছনো হবে।

এর আগে গেল ৩১ আগষ্ট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৭শত মেট্রিক টন কয়লা নিয়ে এমভি বসুন্দরা ইমপ্রেস নামক একটি বানিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আসে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow