এবার ‘মির্জা ফখরুলের সাহায্যের ভুয়া আবেদন’ ভাইরাল

Aug 28, 2023 - 23:18
 0  94
এবার ‘মির্জা ফখরুলের সাহায্যের ভুয়া আবেদন’ ভাইরাল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সহায়তা নিয়েছেন, সম্প্রতি এমন একটি ব্যাংক চেকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তবে ছড়িয়ে পড়া চেকটি ভুয়া বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি আবেদনপত্র। যেখানে দেখা যাচ্ছে চিকিৎসা সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম। আবেদনপত্রে তার স্বাক্ষরও রয়েছে।

তবে মির্জা ফখরুল দেশের বাইরে থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একই সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই আবেদনের সত্যতাও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে চেকের ছবি ছড়িয়ে পড়া প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধানমন্ত্রীর তহবিল থেকে কোনো সহায়তা নেননি বলে দাবি করেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি প্রশ্ন রাখেন, এ ধরনের নোংরামি শেষ হবে কবে?

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আমার বাবার জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করি। আমাকে কেনা সম্ভব নয়। বিরোধী রাজনীতিবিদদের চরিত্র হননের এক জঘন্য খেলায় মেতেছে সরকার।’

ফেসবুকে সোনালী ব্যাংকের ওই চেকটিতে তারিখ দেওয়া হয়েছে ২০ আগস্টের। আর টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে ৫০ লাখ। চেকের ছবি পোস্ট করে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা নিয়ে মির্জা ফখরুল সিঙ্গাপুরে গেছেন চিকিৎসা করাতে।

গত ২৪ আগস্ট থেকে চিকিৎসার জন্য স্ত্রী-সন্তানসহ সিঙ্গাপুরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow