বাগেরহাটে মুখে কালো কাপড় বেঁধে বিএনপির মৌন মিছিল
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বাগেরহাটে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ আগষ্ট) দুপুরে জেলা বিএনপি সদর থানার মোড়স্থ দলীয় কার্যালয় চত্বর থেকে একটি মৌন মিছিল বের করে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এর আগে, দলীয় কার্যালয় চত্বরে বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনিপর সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম,আহবায়ক সদস্য শেখ শমসের আলী মোহন, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে ইতোমধ্যে জনপ্রতিনিধি, তরুণ, শিক্ষার্থী, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ ৬ শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন। অনেককে অনেকদিন পর গ্রেপ্তার দেখানো হয়েছে। বিএনপির নেতা কর্মিরা আরো বলেন, জোরপূর্বক গুমের শিকার অনেক মানুষ যাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়েছে। তাদের এখনো খুঁজে পাওয়া যায়নি।
জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্ববান জানিয়ে সমাবেশে গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়
এ সময় জেলা বিএনপির দলিয় কার্যালয় চত্বর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
What's Your Reaction?