রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ৪

Aug 30, 2023 - 19:19
 0  130
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ৪

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ৯০ কেজির অধিক তামার তারসহ চোরচক্রের ৪ জন সদস্যকে গেফতার করেছে রামপাল থানা পুলিশ। বুধবার (৩০ আগষ্ট) ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে লেবার কলোনি এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ওই ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলো উপজেলার শ্রীফলতলা গ্রামের সেলিম হাওলাদার ছেলে মোঃ লিটন হাওলাদার ওরফে জাকির(৪০), কালেখার গ্রামের বজলু শেখের ছেলে মোঃ সোহাগ শেখ (২৩), কালিকাপ্রসাদ গ্রামের মোঃ মোজাম শেখের ছেলে মোঃ নাকির শেখ(২৩) ও বর্নি গ্রামের মালেক মোল্লার ছেলে খান জাহান মোল্লা(২৮)

 

রামপাল থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল আলম বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ওসি এস এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বুধবার ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে লেবার কলোনির এলাকা থেকে বিপুল পরিমান তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকশ আভিযানিক দল বিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনির পশ্চিম পাশে অভিযান চালায়। এ সময়ে ৯০ কেজির অধিক পরিমানে আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের ওই ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। জব্দ করা কপার ক্যাবলের আনুমাণিক বাজার  মূল্য ৭২ হাজার টাকার অধিক।

 

তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আজ বুধবার (৩০ আগষ্ট)  দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow