সাঈদীর ভিডিও শেয়ার করায় যুবলীগ নেতার নামে মামলা
মানিকগঞ্জের সিঙ্গাইরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মৃত দেলাওয়ার হোসাইন সাঈদীর ভিডিও ফেসবুকে শেয়ার করায় জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মঞ্জুরুল করিম।
গত ২৮ আগস্ট এ বিষয়ে সিঙ্গাইর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মঞ্জুরুল করিম উল্লেখ করেছেন, গত ৮ আগস্ট জয়মন্টপ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন তার ফেসবুক আইডিতে দেলাওয়ার হোসাইন সাঈদীর একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটির কমেন্টে সাবেক যুবলীগ নেতা মঞ্জরুল করিমসহ একাধিক নেতাকর্মীরা প্রতিবাদ করেন। পরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তীব্র প্রতিবাদে জাকির হোসেন তার পোস্টটি ডিলিট করে দেন। এ বিষয়ে গত ২৮ আগস্ট যুবলীগ নেতা জাকির হোসেনকে আসামি করে সিঙ্গাইর থানায় একটি অভিযোগ দায়ের করেন সাবেক যুবলীগ নেতা মঞ্জরুল করিম।
অভিযোগের বাদী সাবেক যুবলীগ সভাপতি মঞ্জরুল করিম বলেন, জাকির হোসেনের শেয়ার করা ভিডিওটির কমেন্টে আমিসহ একাধিক নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানালে তিনি পোস্টটি ডিলিট করে দেন।
অভিযুক্ত জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন বলেন, আমার অজান্তে ভিডিওটি ফেসবুকে শেয়ার হয়েছে। এ বিষয়ে নিজেদের মধ্যে সমঝোতার আলোচনা চলছে।
সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ জানান, এ বিষয়ে এখনো আমাদের দৃষ্টিগোচর হয়নি। তবে নিজেদের বিষয়ে থানায় অভিযোগ দেওয়াটাও নেতিবাচকভাবে দেখছেন তিনি। তবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।
লিখিত অভিযোগের বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলামের কাছে জানতে চাইলে উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া কথা বলতে রাজি হননি তিনি।
What's Your Reaction?