সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে আবারও ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে অব্যাহতি

Sep 4, 2023 - 01:15
 0  82
সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে আবারও ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে অব্যাহতি

যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে পদ থেকে অব্যাহতি দিয়েছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ।

একই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হবে বলে জানা গেছে।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন মুঠোফোনে কালবেলাকে বলেন, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি আমাদের নজরে আসে। ছাত্রলীগের নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাৎক্ষণিকভাবে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

অবশ্য বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতি দেওয়ার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠন বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন- কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাতুল রহমান আশিক, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ সভাপতি শেখ আবুল কাসেম, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মেজবা উদ্দিন, মেঘনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিটু মিয়া, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাজমুল খাঁন, একই কমিটির উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইসমাইল, চান্দিনার দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজের সহ সভাপতি তারেক, মেঘনার লুটেরচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাঈমুল ইসলাম, চান্দিনার গল্লাই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু নাঈম, একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত তানজির, চান্দিনার মহিচাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মোল্লা, চান্দিনা বাতাঘাসী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, একই কমিটির সহ সভাপতি ফাহিম, দেবিদ্বার বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ছাদেক হোসেন, দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক।

এ ব্যাপারে ছাত্রলীগের নেতা ফয়েজ উদ্দিন মোল্লা মুঠোফোনে বলেন, হতে পারে সাঈদীর মৃত্যুর পোস্ট করেছি তার কারণে আমাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে। তবে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিলে ভালো হতো। আমাকে না জানিয়ে মিথ্যা দোষ দিয়ে আমাকে জেলার নেতারা পদ থেকে সরিয়ে দিয়েছেন



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow