মহারাজকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার ।
আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। গত মার্চে বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়া কেশব মহারাজকে দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভারত ওয়ানডে বিশ্বকাপের জন্য টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
ভারতে অনুষ্ঠেয় ১০ দলের বিশ্বকাপের জন্য শক্তিশালী গঠন করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এখনো এক মাস বাকি রয়েছে ওয়ানডে বিশ্বকাপের। এর মধ্যেই আইসিসির বেধে দেওয়া সময়ের শেষ দিনে স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়ারা। তবে আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ সেপ্টেম্বরের মধ্যে স্কোয়াডে পরিবর্তন করার সুযোগ থাকবে দশটি দলের।
এবারের বিশ্বকাপের প্রোটিয়া দলে বড় চমকের নাম পেসার জেরাল্ড কোয়েটজে। চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছে এই ডান হাতি তরুণ পেসারের। দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র দুটি ওয়ানডে খেলে পাঁচ উইকেট শিকার করেছেন কোয়েটজে।
স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার তারকা খেলোয়াড়রা বিশ্বকাপের স্কোয়াডে আছেন। কুইন্টন ডি কক, রেজা হেনড্রিংক, হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার এবং রাসি ভ্যান ডের ডুসেনের মতো অভিজ্ঞ ব্যাটাররা স্কোয়াডে রয়েছেন। ক্রিকেটের মেগা আসরে প্রোটিয়াদের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন পেসার কাগিসো রাবাদা, এনরিখ নর্কিয়া এবং লুঙ্গি এনগিদির মতো অভিজ্ঞ বোলাররা।
টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক (উইকেটকিপার), রেজা হেনড্রিংক, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।
What's Your Reaction?