সুপার ফোরে উঠতে ৩৭.১ ওভারের মধ্যে জিততে হবে আফগানিস্তানকে
এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে ২৯১ রান করেছে শ্রীলঙ্কা। সুপার ফোরে উঠতে ২৯২ রানের লক্ষ্য ৩৭.১ ওভারের মধ্যে ছুঁতে হবে আফগানিস্তানকে। আফগানরা সেটি করতে পারলে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গী হয়ে সুপার ফোরে উঠবে।
শ্রীলঙ্কার সমীকরণ অবশ্য সহজ। জিতলে তো বটেই, আফগানিস্তানকে ৩৭.১ ওভারের মধ্যে জিততে না দিলেই চলে দলটির। ওয়ানডেতে টানা ১১ ম্যাচে জয় পাওয়া দলটি নিশ্চিত টানা জয়ের সংখ্যাটিকে ১২-তে নিয়ে চাচ্ছে। শ্রীলঙ্কা জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠবে সুপার ফোর।
লাহোরে টস জিতে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কার জয়ে আজ সর্বোচ্চ ৯২ রান করেছেন কুশল মেন্ডিস। তিনে নামা উইকেটকিপার ব্যাটসম্যান ৮৪ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।
দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান ওপেনার পাতুম নিশাঙ্কার। এ ছাড়া চারিত আসালাঙ্কা (৩৬), দুনিত ভেল্লালাগে (৩৩) ও দিমুথ করুনারত্নে (৩২) বলার মতো রান পেয়েছেন।
What's Your Reaction?