রোহিতদের জার্সিতে ‘ভারত’ লেখার দাবি শেবাগের

Sep 10, 2023 - 21:19
 0  89
রোহিতদের জার্সিতে ‘ভারত’ লেখার দাবি শেবাগের
ইন্ডিয়া বদলে ‘ভারত’ বিতর্কে যোগ দিলেন বীরেন্দর শেবাগ।

বেশ কিছুদিন ধরেই আলোচনায় ইন্ডিয়ার নাম বদলের বিষয়টি। ‘ইন্ডিয়া’ বদলে হয়ে যাচ্ছে ‘ভারত’; সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা।

 সদ্যসমাপ্ত জি-২০ সম্মেলনের দাওয়াতপত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ‘প্রেসিডেন্ট অব ভারত’ এবং ‘প্রধানমন্ত্রী অব ভারত’ লেখার পর সেই আলোচনা জোরালো হয়েছে। ‘ভারত’ নাম ব্যবহারের পক্ষে দেশটির অনেক রাজনৈতিক নেতাদের সঙ্গে এবার সুর মেলালেন ক্রিকেট তারকা বীরেন্দর শেবাগ। তিনি রোহিত-কোহলিদের জার্সিতে দেশের নাম ‘ভারত’ লেখার দাবি তুলেছেন।

বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার পর এ নিয়ে টুইট করেন ভারতের সাবেক এই ওপেনার। জার্সিতে ইন্ডিয়ার বদলে ভারত লেখার দাবি তুলে বিতকের পালে অনেকটা হাওয়া দিয়েছেন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। শেবাগের এমন দাবি ভাইরাল হতে বেশি সময় লাগে‌নি। রাজনীতির ময়দান ছাপিয়ে এবার ‘ভারত বনাম ইন্ডিয়া’ বিতর্ক এসে পড়ল খেলার মাঠেও।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শ্রীলঙ্কায় সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণার কথা জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচক অজিত আগরকার ও অধিনায়ক রোহিত শর্মা। বিসিসিআইয়ের টুইটকে রিপোস্ট করে শেবাগ লিখেছেন, ‘টিম ইন্ডিয়া নয়, টিম ভারত। এই বিশ্বকাপে আমরা গলা ফাটাব বিরাট, রোহিত, জাদেজাদের জন্য। ভারত আমাদের হৃদয়ে থাকবে। প্লেয়াররা যে জার্সি পরবে, তাতে লেখা থাকবে ভারত।

তিনি আরও লিখেছেন, ‘আমি সবসময় একটাই কথা মনে করি যে ভারতীয় ক্রিকেট দলের নাম এমন হওয়া উচিত যা আমাদের হৃদয়কে গর্বিত করে। আমরা ভারতীয় এবং ইন্ডিয়া নামটা ইংরেজরা দিয়েছিল। সে কারণে ইন্ডিয়া নামটা এখনই বদলে ফেলা উচিত।

টুইটে শেবাগ বিসিসিআইর সচিব জয় শাহকে ট্যাগ করে দাবি করেন, আসন্ন এক দিনের ক্রিকেট বিশ্বকাপে রোহিত শিবিরের ওপর ‘ভারত’ নামটা যেন লেখা থাকে।

নেদারল্যান্ডসের উদাহরণ টেনে তিনি লেখেন, ‘১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপে নেদারল্যান্ডস দল হল্যান্ড নামেই খেলতে এসেছিল। কিন্তু ২০০৩ সালে তারা নেদারল্যান্ডস নামে খেলেছিল। আজও তাদের সেই নামেই ডাকা হয়। বার্মাও নিজেদের নাম বদল করে মিয়ানমার রেখেছে। বিশ্বে এমন বহু দেশ আছে যারা নিজেদের আসল নামটাই শেষপর্যন্ত বেছে নিয়েছে। ভারতেরও সেই পথেই হাঁটা উচিত।

‘ইন্ডিয়া’ না ‘ভারত’, কোন নামে শেষ পর্যন্ত সিলমোহর পড়বে; সেটা জানতে আপাতত অপেক্ষা করতে হবে। কিন্তু ততদিন পর্যন্ত এ ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম যে সরগরম থাকবে; সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow