ভারত-পাকিস্তান ম্যাচের বাকি অংশ সোমবার রিজার্ভ ডেতে

Sep 10, 2023 - 21:45
 0  88
ভারত-পাকিস্তান ম্যাচের বাকি অংশ সোমবার রিজার্ভ ডেতে

বৃষ্টির কারণে ভারত-পাকিস্তানের মধ্যকার রোববারের ম্যাচটি ভেস্তে যায়। সোমবার রিজার্ভ ডেতে খেলা হবে। আজ ভারত বৃষ্টি শুরুর আগে করে ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান। সোমবার এখান থেকেই খেলা শুরু হবে।

রোববার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের ৯ম ম্যাচে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ১৬.৪ ওভারে ১২১ রান করেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল।

এমন দারুণ শুরুর পর মাত্র ২ রানের ব্যবধানে ২ ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। রোহিত শর্মাকে আউট করে ১২১ রানের ওপেনিং জুটি ভাঙেন শাদাব খান। রোহিত ৪৯ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৬ রান করে ফেরেন।

এরপর মাত্র ২ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার শুভমান গিলও। তাকে আউট করেন শাহিন শাহ আফ্রিদি। তার বলে শাদাব খানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শুভমান।  সাজঘরে ফেরার আগে ৫২ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৫৮ রান করেন শুভমান গিল। দুই ওপেনার বিদায় নেওয়ার পর দলের হাল ধরেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি।

২৪.১ ওভারে ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৪৭ রান। খেলার এমন অবস্থায় শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow