কোহলি-রাহুলের ফিফটিতে বড় সংগ্রহের পথে ভারত ।
এশিয়া কাপের সুপার ফোরে পাক-ভারত মহারণ শেষ হওয়ার কথা ছিল একদিন আগেই। তবে বেরসিক বৃষ্টির কারণে তা হয়ে উঠতে পারেনি। বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে গড়ানো ওয়ানডের দ্বিতীয় দিনে ২ উইকেট হারিয়ে ১৪৭ রানে ব্যাটিং শুরু করা টিম ইন্ডিয়া এগোচ্ছে বড় সংগ্রহের দিকে।
ইতিমধ্যেই অর্ধশতক তুলে নিয়ে শতকের দিকে এগোচ্ছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এরমধ্যে চার মাসের বেশি সময় পর মাঠে ফিরেই ফিফটি তুলে নিলেন লোকেশ রাহুল। তাও আবার চিরপ্রতিদ্বন্দীদের বিরুদ্ধে। ফাহিম আশরাফের করা ৩৪তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নিয়েছেন রাহুল।
আইপিলে পাওয়া চোটে দীর্ঘ সময় মাঠে ছিলেন না রাহুল। এ ম্যাচের আগে সবশেষ খেলেছিলেন তিনি ১ মে, আইপিএলে লখনউ সুপার জায়ান্টের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। শুরুতে এশিয়া কাপের দলে রাহুলের অন্তর্ভুক্তি নিয়েও ছিল সমালোচনা। গ্রুপ পর্বের দুই ম্যাচে চোটের জন্য বিবেচিত হননি তিনি। রাহুল আজ ফিফটি ছুঁয়েছেন ৬০ বলে। এই সময়ে পাঁচটি চারের সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন একটি।
লোকেশ রাহুলের পর ফিফটি তুলে নিলেন বিরাট কোহলিও। ৫৫ বলে ফিফটি পূর্ণ করলেন কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ৬৬তম ফিফটি। শাদাব খানের করা ৩৯তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে ফিফটি ছুঁয়েছেন কোহলি।
৪৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২৮০/২ । কোহলি অপরাজিত আছেন ৭৬ রানে আর সঙ্গী রাহুলের সংগ্রহ ৮২।
তবে ভারত পুরো ৫০ ওভার খেলতে পারলেও ম্যাচে রয়েছে বৃষ্টির আশঙ্কা। বৃষ্টির পূর্বাভাস বলছে, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা গতকালের চেয়ে আরও বেশি। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৯ শতাংশ।
ওয়েদারডটকমের পূর্বাভাস বলছে, স্থানীয় সময় বেলা ৩টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশের নিচে নামবে না। যদি তাই হয় রিজার্ভ ডেও ভেসে যাবে বৃষ্টিতে। তখন পয়েন্ট ভাগাভাগি করতে হতে পারে দুই দলকে। আর ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হবেন ভক্তরা।
What's Your Reaction?