জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

Sep 15, 2023 - 18:35
 0  61
জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করা হয়েছে। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে 'ওয়াটারকিপার্স বাংলাদেশ' এর আয়োজনে এবং 'উপকূল সুরক্ষা আন্দোলন'র বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, অমল তালুকদার, জাকির হোসেন খান, শফিকুল ইসলাম খোকন, নজমুল হক সেলিম,শাহাদাত হোসেন মধু, আরিফুর রহমান, সুমন ইসলাম, মেহেদি হাসান, জাকির হোসেন মুন্সি প্রমুখ। সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, জলবায়ু একটা বৈশ্বিক ঝুঁকি, এ ঝুঁকি মোকাবেলায় প্রতিটি মানুষের এগিয়ে আসতে হবে। উপকূলীয় পাথরঘাটা অঞ্চল শুধু যে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকিতে রয়েছে তা নয়, পাথরঘাটা উপকূলের রক্ষা কবজ বনাঞ্চল কিছু সংখ্যক অসাধু ব্যক্তিদের কারনে বন উজাড় হচ্ছে, আরেকটি রক্ষা কবজ বেড়িবাঁধও হুমকিতে রয়েছে। এরকম চলতে থাকলে উপকূল একটা সময় বিলীন হয়ে যাবে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow