নবায়নযোগ্য জ্বালানী নীতি বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে গোল টেবিল বৈঠক
বরগুনায় জ্বালানী অধিকার সপ্তাহ উপলক্ষে জাতীয় ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে উন্নয়ন সহযোগী সংগঠনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ক্লীন বাংলাদেশের সহযোগীতায় এ বৈঠকের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংগঠন জাগোনারী।
গোলটেবিল বৈঠকের আলোচনায় বলা হয়, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে নিজস্ব স্থায়িত্ব, জ্বালানী স্বাধীনতা এবং জ্বালানী সুরক্ষিত করতে হবে। কয়লা ও এলএলজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিল করে নবায়নযোগ্য জ্বালানীর প্রসার ঘটাতে সরকারকে এগিয়ে আসতে হবে। অধিক মূল্যে জ্বালানী আমদানী বন্ধ করে স্বল্প ব্যায়ে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন করতে হবে।
আলোচনায় অংশ নেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, দৈনিক দীপাঞ্চল পত্রিকার সম্পাদক মো. মোশাররফ হোসেন, সাংবাদিক স্বপন দাস, ইব্রাহীম সোহেল রাজ, মহিউদ্দিন অপু, মাহবুবুর রহমান অভি, মো. জাহিদুল ইসলাম মেহেদি, খান নাইম, মো. সানাউল্লাহ, আরিফুর রহমান, রিপন মালী, মো. মোরসালিন, জাগো নারীর গোলাম মোস্তফা, ডিউক ইবনে আমিন, শ্যামল পাল প্রমুখ।
ধারনাপত্র উপস্থাপন করেন, দেবাশীষ কর্মকার। সঞ্চলনা করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু।
What's Your Reaction?