বরগুনায় আশ্রায়ণ প্রকল্পে মসজিদ শুভ উদ্বোধন
বরগুনায় সদর উপজেলায় মুজিব বর্ষের বাংলাদেশের সব চেয়ে বড় আশ্রায়ণ প্রকল্প। খাজুরতলা রুপালী চত্বর আশ্রায়ণ প্রকল্পের নবনির্মিত জামে মসজিদ। নামাজ ও ইবাদত করার জন্য মসজিদটি শুভ উদ্বোধন করা হয়।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শুভ উদ্ভোদন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন।
জানা যায়, কুয়েত বাংলাদেশ যৌথ রিলিফ ফান্ডের অর্থায়নে নব নির্মিত মসজিদটি বরগুনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমানের বাস্তয়নে করেন মসজিদে আজ প্রথম জহুরের নামাজ আদায় করা হয়। এ সময় মসজিদের সঙ্গে যুক্ত হয়ে ইমাম ও স্থানীয় জনপ্রতিনিধিসহ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় নামাজ ও ইবাদতের আমলের জন্য প্রতিকূল পরিবেশে নবনির্মিত এই মসজিদটির গুরুত্ব তুলে ধরেন এবং অত্রাআশ্রায়ণের সকলের প্রচেষ্টার মাধ্যমে সুন্দর সমাজ সংস্কারে ভূমিকা পালন করার জন্য সকলের প্রতি আহবান জানান বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. তানভীর আহমেদ সিদ্দিকী, সাংবাদিক কাশেম হাওলাদার, অলিউল্লাহ্ ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের সহকারী সাকিব হোসেন, স্থানীয় মুসল্লীসহ বিভিন্ন পেশাজীবি মানুষ প্রমুখ।
What's Your Reaction?