ডিবি অফিসে ছাত্রলীগ সভাপতির কলেজছাত্রীকে হুমকি

Oct 1, 2023 - 18:43
 0  125
ডিবি অফিসে ছাত্রলীগ সভাপতির কলেজছাত্রীকে হুমকি
বরগুনা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা

বরগুনা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসে বসেই এক কলেজ ছাত্রকে মারধরের হুমকি দিয়েছে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এঘটনা ঘটে।

ভুক্তভোগী কলেজছাত্রী পাথরঘাটার কাঠালতলী ইউনিয়নের কালিপুর এলাকার ইরতীজা হোসেনের মেয়ে। এঘটনায় একই দিন রাতে বরগুনা থানায় লিখিত অভিযোগ করেন ওই কলেজছাত্রী।

খোজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এক বন্ধুকে নিয়ে ইজিবাইকে করে যাচ্ছিলেন ওই কলেজছাত্রী। তারা বরগুনা ফায়ার সার্ভিস অফিসের সামনে আসতে তাদের গতিরোধ করে করে মোবাইলে ভিডিও ধারণ করে জেলা ছাত্রলীগের সভাপতি রেজার অনুসারী মো. রিমন। বিষয়টি নিয়ে বরগুনা ডিবি অফিসে অভিযোগ জানায়। 

এরপর গতকাল শুক্রবার সন্ধার পরে সেখানের দায়িত্বরত কর্মকর্তা উভয়পক্ষকে অফিসে ডাকলে সেখানে রেজা উপস্থিত হয়৷ এবং ডিবি অফিসেই ওই কলেজছাত্রীকে মারধরের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে রেজা। পরে এঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী রাতে বরগুনা সদর থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাব ইন্সপেক্টর মারুফ বলেন, ভুক্তভোগী কলেজছাত্রী ডিবি অফিসে এসে মৌখিক ভাবে অভিযোগ জানালে কাল সন্ধ্যায় দু পক্ষকে অফিসে ডাকা হয়। তাদেরকে অফিসে বসতে দিয়ে আমি অভিযানে যাই। এরমধ্যে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়েছে নাকি৷ তখন আমি ছিলাম। পরে ভিডিও ডিলিট করিয়ে উভয় পক্ষের মিমাংশা হয়। মারধরের হুমকির বিষয়ে আমি কিছু জানিনা।

এ বিষয়ে কথা বলতে ভুক্তভোগী কলেজছাত্রীকে কয়েকবার ফোন করা হলেও তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, আমি একটা প্রোগ্রামে আছি। এ বিষয়ে পরে কথা বলব। 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ হয়েছে৷ বিষয়টি তদন্তাধীন রয়েছে৷ তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow