শ্রীলঙ্কা শিবিরে সুসংবাদ পাকিস্তান ম্যাচের আগে

Oct 9, 2023 - 20:39
 0  83
শ্রীলঙ্কা শিবিরে সুসংবাদ পাকিস্তান ম্যাচের আগে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লঙ্কান বোলিং আক্রমণকে রীতিমতো নাস্তানাবুদ করেছে দক্ষিণ আফ্রিকা। পাথিরানা-ওয়েল্লাগেদের মাঠের চারপাশে মেরে ৪২৮ রান করে প্রোটিয়ারা।

তবে নাস্তানাবুদ হওয়া বোলিং আক্রমণে সুখবর পেয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে ইনজুরি কাটিয়ে ফিরছেন ডানহাতি রহস্য অফ স্পিনার মাহেশ থিকসানা।শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নওয়াজ তার ফেরার সুখবর দিয়ে বলেছেন, ‘আমার মনে হয়, এই ম্যাচে সে খেলতে পারবে। প্রথম ম্যাচে আমরা তাকে নিয়ে ঝুঁকি নেইনি এবং মেডিকেল টিমের সিদ্ধান্তের বিরুদ্ধে যাইনি।’

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে থিকসানা দলের আক্রমণের সামর্থ্য বাড়াবে বলে মন্তব্য করেছেন নাভিদ, ‘সে ফিরলে আমাদের বোলিং আক্রমণ শক্তিশালী হবে। সুতরাং আমরা শুরুতে উইকেট তুলে নেওয়ার পরিকল্পনা নিয়ে নামব। শুরুতে উইকেট নিতে না পারলে ম্যাচ ধরে রাখা কঠিন।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা খেলেছে দিল্লিতে। সেখানে ব্যাটিং উইকেটের সঙ্গে মাঠ ছিল ছোট। হায়দরাবাদের উইকেটও ভালো। তবে মাঠ কিছুটা বড়। যে কারণে পাকিস্তানের বিপক্ষে ৪০০ রানের ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। নাভিদের মতে, প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান শক্তিশালী। ভালো ম্যাচের প্রত্যাশায় আছেন তারা।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow