ভুল জার্সি পরে মাঠে নামেন কোহলি

Oct 14, 2023 - 19:13
 0  95
ভুল জার্সি পরে মাঠে নামেন কোহলি
ভুল জার্সি পরে মাঠে নামনে বিরাট কোহলি।

ভারত-পাকিস্তান লড়াইয়ে ব্যাপক উন্মাদনা থাকবে এটাই স্বাভাবিক। তবে সেই উন্মাদনায় খেলোয়াড়দের ওপর সীমাহীন চাপ সৃষ্টি করে থাকে। আর এই চাপে যে কেউই ভুল করে বসতে পারেন। ঠিক এমনই ভুল করেছেন বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটার।

শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমখি হয় ভারত। পাকিস্তানের বিপক্ষে ভুল জার্সি পরে জাতীয় সংগীত ও ফিল্ডিং করেছেন বিরাট কোহলি। ম্যাচ শুরুর পর কেউ ভুলটা ধরিয়ে দিলে দ্রুত ড্রেসিংরুমে গিয়ে জার্সি বদল করে ফিরে আসেন ভারতীয় ব্যাটিং তারকা।

ভারতের বিশ্বকাপের জার্সিতে লোগোর সঙ্গে মিল রেখে কাঁধের নকশা তিনটি স্ট্রাইপ দিয়ে তৈরি করেছে জার্মানভিত্তিক ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। তবে কোহলি যে জার্সি পড়ে প্রথমে মাঠে নেমেছিলেন, সেই জার্সিতে ছিল সাদা রঙের তিনটি স্ট্রাইপ।

বিশ্বকাপ শুরুর আগে সাদা স্ট্রাইপের জার্সি পরে ওয়ানডে ম্যাচগুলো খেলেছিল ভারত দল। তবে বিশ্বকাপের জার্সিতে ভারতের জাতীয় পতাকা তেরঙার সঙ্গে মিল রেখে কমলা, সাদা ও সবুজ রং দিয়ে স্ট্রাইপ করেছে।

ভারতীয় দল তিন রঙের স্ট্রাইপের জার্সি পরে খেলতে নামে। শুধু কোহলি সাদা স্ট্রাইপের জার্সি পরে নেমেছিলেন। জাতীয় সংগীত গাওয়ার সময় সারিবদ্ধভাবে দাঁড়ালে ভুল জার্সির বিষয়টি সবার নজরে আসে। জাতীয় সংগীত শেষে শচীন টেন্ডুলকারের সঙ্গে ভুল জাসিতেই আলিঙ্গন করেন কোহলি। এখানেই ঘটনা শেষ হয়নি। ফিল্ডিংয়েও নেমে যান সেই ভুল জার্সি পরেই।

পাকিস্তানের ব্যাটিং শুরু হওয়ার কিছুক্ষণ পর কেউ ভুল ধরিয়ে দেন কোহলিকে। তখনই ড্রেসিংরুমে জার্সি বদলাতে যান সাবেক ভারতীয় অধিনায়ক। কোহলির পরিবর্তে মাঠে ফিল্ডিং করতে নামেন ঈশান কিষান। কিছুক্ষণ পর তিন রঙের স্ট্রাইপ দেওয়া জার্সি গায়ে চড়িয়ে মাঠে ফিরে আসেন বিরাট



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow