পবিপ্রবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে প্রধান আসামি করে তার অনুসারীসহ মোট ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গত ২৫ অক্টোবর আদালতে মামলাটি দায়ের করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রজেক্ট ম্যানেজার এনামুল হক।অভিযোগ সূত্রে জানা যায়, পবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় শেখ হাসিনা ও শেখ রাসেলের নামে দুটি হল নির্মাণের কার্যাদেশ পেয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশন।
হল দুটি নির্মাণ বাবদ ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে ৩০ লাখ ৫৭ হাজার টাকা চাঁদা নিয়েছেন অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি আরাফাত খান সাগরসহ অন্যরা। এ ছাড়া ১৫০০ কেজি রড লুট করে নিয়ে যাওয়ার পাশাপাশি এসব অপকর্মে বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে আসামিদের বিরুদ্ধে।অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন বিচারক মো. ইউসুফ হোসেন।
অন্যান্য আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী গোলাম রব্বানী সুহৃদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী রায় তন্ময় তুফান, আইন ও ভূমি অনুষদের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইমরান হোসেন, একই অনুষদের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী সাব্বির হোসেন ও স্থানীয় বশির খাঁনসহ আজ্ঞাতনামা আরও ১০-১৫ জন। সাময়িক অব্যাহতি পাওয়া পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, ‘সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিষয়টি বেড়িয়ে আসবে বলেই প্রত্যাশা করি।’ দুমকি থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ‘এ ঘটনায় কোর্টের অর্ডার অনুযায়ী তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?