মনোনয়ন ফরম বিক্রিতে আওয়ামী লীগের আয় কত?
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করছেন আওয়ামী লীগ। আজ সোমবার তৃতীয় দিনে দলটি ৭০৯টি আবেদন ফরম বিক্রি করেছে। এতে আয় হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা।
হিসেব পর্যালোচনা করে দেখা গেছে তিন দিনে দলটি মোট ২ হাজার ৯৯৫টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এতে আয় হয়েছে সাড়ে ১৫ কোটি টাকাআজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।বিপ্লব বড়ুয়া বলেন, আজ সরাসরি ৭০৯টি ও অনলাইনে ২৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
প্রথম দিন ১ হাজার ৭৪টি ফরম বিক্রি হয়েছে। এই হিসাবে প্রথম দিন ৫ কোটি ৩৭ লাখ টাকার ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। দ্বিতীয় দিনে ১ হাজার ২১২ আবেদন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে মোট আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা।
গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। এবার দলটি প্রতিটি দলীয় ফরমের দাম প্রায় দ্বিগুণ করে নির্ধারণ করেছে ৫০ হাজার টাকা।
What's Your Reaction?