‘দুর্জয়’ বেতাগীতে বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন
বরগুনায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তভ দুর্জয় বেতাগীতে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বালনে বেতাগী যুব রেড ক্রিসেন্ট, এনসিটিএফ, গ্রিন পিস সোসাইটি ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা অংশ নেয়।
মোমবাতি প্রজ্জ্বলন শেষে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এনসিটিএফ (ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স) সভাপতি খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল কবির ফারুক, লিয়াকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?