বরগুনা ২ আসন; নৌকার জয় নিশ্চিত! ভোটার উপস্থিত করাই বড় চ্যালেঞ্জ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বরগুনা ১১০ আসনে সুনিশ্চিত জয়ের পথে রয়েছে নৌকা প্রতীকের প্রার্থী সুলতানা নাদিরা জলি। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং স্বতন্ত্র প্রার্থী না থাকায় পাথরঘাটা-বামনা ও বেতাগী এই তিন উপজেলায় নিরংকুশ জয় তুলে নিতে আগামী ৭ জানুয়ারী অপেক্ষা করতে হবে নৌকার সমর্থক ও কর্মীদের।
তবে ভোটার উপস্থিতি নিয়ে শংকা রয়েছে বলে আংশকা রয়েছে এমন দাবী এড়িয়ে যাননি আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তাদের এখন লক্ষ ভোটের দিন ভোটারদের উপস্থিতি করা। এজন্য তারা সকল ইউনিটদের মাঝে দিক নির্দেশনা ও প্রচারণা অব্যাহত রেখেছে।
জয়ের ব্যাপারে আশাব্যক্ত করে বরগুনা-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুলতানা নাদিরা বলেন আল্লাহর রহমতে তিনি শতভাগ জয়ের আশাবাদী তিনি। পাথরঘাটা বামনা ও বেতাগী তিন উপজেলার মানুষ সাবেক প্রয়াত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম সরোয়ার টুলু এর সম্মান ও ভালোবাসার প্রতিদান ও আমার দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম এই জনপদের অবহেলিত মানুষের পাশে থাকায় আমাকে বিপুল ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করবে ইনশাল্লাহ।
ভোটার উপস্থিতি ও নৌকা প্রতীকের জয়ের ব্যাপারে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান জানান, বেতাগী উপজেলা হলো নৌকা অধ্যসূতি এলাকা। এই উপজেলায় সব সময় নৌকা প্রার্থীরা ভোটের শতকরা ৭০ ভাগ পেত। এবার শক্ত প্রার্থী না থাকায় ভোটের ৯০ ভাগ নৌকা প্রতীকের প্রার্থী সুলতানা নাদিরা পাবেন বলে তিনি আশাবাদী। ভোটরদের উপস্থিতি নিয়ে আশংকা থাকলেও তারা এনিয়ে মাঠ পর্যায়ে ব্যাপক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য গ্রাম পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও সমর্থকদের মধ্যে দিক নির্দেশনা প্রেরণ করেছেন।
পাথরঘাটা উপজেলা নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান নাদিম ভোটার উপস্থিতি নিয়ে বলেন, আগামী ৭ তারিখ উৎসব মুখর পরিবেশের মাধ্যমে ভোটারগণ ভোট কেন্দ্রে উপস্থিত হয় সেজন্য আমাদের ব্যাপক প্রচরণা চলছে। মাঠ পর্যায়ে এনিয়ে আমাদের নেতা কর্মী সমর্থকরা কাজ করে যাচ্ছে। বিপুল ভোটের মাধ্যমে নৌকা প্রতীক বিজয়ী করতে আগামী ৭ তারিখ পর্যন্ত মাঠে কাজ করে যাবো।
বরগুনা ২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুলতানা নাদিরা জলি ছাড়াও সংসদ সদস্য হিসেবে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের ড. আবদুর রহমান খোকন। তিনি সাবেক বরগুনা ১ আসনের ( বরগুনা সদর- বেতাগী) আসন থেকে ১৯৯৬ সনের ৬ষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেব। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করার সুবাদে এলাকায় উপস্থিতি না থাকায় বিশেষ করে পাথরঘাটা বামনা এলাকায় অপরিচিত মুখ। ভোটের ব্যাপারে তার সঙ্গে কথা কথা বলতে চাইলে তাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
এছাড়াও তৃনমুল বিএনপির কামরুজ্জামান লিটন, শাহ মোহাম্মদ আবুল কালাম তরিকত ফেডারেশন, মিজানুর রহমান বাংলাদেশ কংগ্রেস, আবু বকর সিদ্দিক বাংলাদেশ সুপ্রিম পার্টি, জাকির হোসেন ওয়াকার্স পার্টির প্রার্থীরা এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
What's Your Reaction?