বরগুনা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি কাদের সম্পাদক জাফর

Dec 25, 2023 - 21:51
 0  99
বরগুনা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি কাদের সম্পাদক জাফর

বরগুনা প্রেসক্লাবের ৪৫ তম সাধারণ সভা ও ২০২৪ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা,  এটিএন নিউজ ও দৈনিক জনকণ্ঠ বরগুনা জেলা প্রতিনিধি, অ্যাডভোকেট মোস্তফা কাদের।


সিনিয়র সহ - সভাপতি দৈনিক বাংলাদেশের খবরের বরগুনা জেলা প্রতিনিধি, মোঃ হাফিজুর রহমান। সহ-সভাপতি (১) এনটিভির বরগুনা জেলা প্রতিনিধি, আ. স. ম. হাফিজ আল আসাদ। সহ-সভাপতি (২) যমুনা টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি, ফেরদৌস খান ইমন।


সাধারণ সম্পাদক মোহনা টেলিভিশন ও আলোকিত বাংলাদেশের বরগুনা জেলা প্রতিনিধি, জাফর হোসেন হাওলাদার। যুগ্ম সম্পাদক ডিবিসি টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি, আব্দুল মালেক মিঠু। সহ-সাধারণ সম্পাদক দেশ টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি, রিয়াজ আহমেদ মুছা ও অর্থ সম্পাদক দৈনিক ইনকিলাব বরগুনা জেলা সংবাদদাতা, জাহাঙ্গীর কবীর মৃধা।

২৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ঐহ্যিবাহী বরগুনা প্রেসক্লাবের বর্তমান সভাপতি এডভোকেট সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে বরগুনা প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে ৪৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চিত্তরঞ্জন শীল, সদস্য, মঈনুল আবেদিন সুমন,  সাইফুল ইসলাম মিরাজ, সাধারণ সভা শেষে নবনির্বাচিত এ কমিটি ঘোষণা করেন বরগুনা প্রেসক্লাব নির্বাচন এর প্রধান নির্বাচন কমিশনার বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, এসময় উপস্থিত ছিলেন, জাকির হোসেন মিরাজসহ বরগুনা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। 

সভাপতিত্ত্ব করেন অ্যাডভোকেট সঞ্জীব  দাস, সঞ্চলনায় ছিলেন জাফর হোসেন হাওলাদার।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow