স্বতন্ত্র প্রার্থীকে কটুক্তি, আমতলী পৌর মেয়রের বিরুদ্ধে এজাহারের নির্দেশ ইসির
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ইতিপূর্বে শোকাজ করা হয়েছিল আমতলী পৌরসভার মেয়র ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমানকে। এরপর ৪ জানুয়ারী নির্বাচন কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে জানাযায় তার বিরুদ্ধে এজাহার দায়ের করতে নির্দেশ দিয়েছে ইসি।
ঐ বিজ্ঞপ্তিতে বলা হয় বরগুনা ১ নির্বাচনী এলাকার জনাব মোঃ মতিয়ার রহমান, মেয়র আমতলী পৌরসভা, বরগুনা ২০ ডিসেম্বর ২০২৩ তারিখে তার বাসার সামনে যুবলীগের বর্ধিত সভায় স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকানকে উদ্দেশ্য করে বিভিন্ন কটুক্তিমূলক বক্তব্য প্রদান করেন এবং সাধারণ ভোটারদের হুমকি দিয়ে ভয়-ভীতি প্রদান করেন। ফলে বর্ণিত ব্যক্তি গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩(২খ) ও ৭৭(১) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(খ), (গ) ও ১১ এর বিধান লঙ্ঘন করেছে মর্মে সংশ্লিষ্ট নির্বাচন অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেন।
নির্বাচন অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে নির্বাচন কমিশন উল্লেখিত বিধান লঙ্ঘনের দায়ে আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের বিরুদ্ধে এজাহারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাচন কমিশনকে।
উল্লেখিত বিজ্ঞপ্তিতে বরগুনার পুলিশ সুপারকে এজাহার দায়ের নিশ্চিত করে ২৪ ঘন্টার মধ্যে এজাহারের অনুলিপিসহ নির্বাচন কমিশনে অবহিত করার জন্য বলা হয়েছে।
বরগুনা ১ আসনে নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ আরও তিনজন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে লড়ছেন। বরগুনা জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু ঈগল প্রতিকে, আওয়ামী লীগ নেতা মোঃ খলিলুর রহমান ট্রাক প্রতিকে এবং গোলাম সরোয়ার ফোরকান কাঁচি প্রতিকে নির্বাচন করছেন।
এরই মধ্যে নির্বাচনী প্রচার প্রচারণা শেষের পথে। সংঘাত নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একটা শঙ্কা বিরাজ করছিল মেয়র মতিয়ার রহমানের ইতিপূর্বের আরও একটি বক্তব্যে। কোন সহিংসতা না হলে শান্তিপূর্ণভাবে উৎসব মূখর পরিবেশে ভোটাররা ভোট দিবেন বলে জানিয়েছেন আসনটির সাধারণ ভোটাররা।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণে তারা প্রস্তুত রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে জোরদার রয়েছে বলেও জানান তিনি।
What's Your Reaction?