বরগুনা-১; টুকু শপথের পথে, শম্ভুর অভিযোগ হাতে

Jan 9, 2024 - 17:00
 0  122
বরগুনা-১; টুকু শপথের পথে, শম্ভুর অভিযোগ হাতে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-০১ আসনে বেআইনীভাবে ভোট গননা, ফলাফল বিবরণী প্রস্তুত ও একত্রিকরণ প্রক্রিয়ার বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু জেলা রির্টানিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে এ অভিযোগ দাখিল করা হয়।

৭ জানুয়ারী শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নানা আলোচনা-সমালোচনা, বিদেশী তৎপরতা, বিরোধীদের ভোট বর্জন, হরতাল-অবরোধের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের অধিনে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হয়ে গেল এই নির্বাচন। নির্বাচনে নিয়ে নানা বিতর্ক থাকলেও বরগুনা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের আরও ৩ নেতা (স্বতন্ত্র) নির্বাচনে অংশ নেয়ায় নির্বাচনী উৎসব ছিল ব্যাপক। চার প্রার্থীকেই সমানে সমান বিবেচনায় রেখেছিল আসনটির সাধারণ ভোটারা। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ৫ বারের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ‘নৌকা’, বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু ‘ঈগল’, আরেক আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান ‘ট্রাক’ এবং আমতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার ফোরকান ‘কাঁচি’ প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে ছিলেন।


৭ জানুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়। তবে আসনটির ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তেমন চোখে পরারমত না থাকলেও শেষ পর্যন্ত ৪০.৫৮% ভোটার পছন্দের প্রার্থীদের ভোট দেন। শুরু হয় ফলাফল ঘোষনা কার্যক্রম। স্বাভাবিক সময়ের থেকে বেশি সময় লাগতে শুরু করে ফলাফল ঘোষনা করতে। সাথে সাথে শুরু হয় আলোচনা-সমালোচনা।


জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পরার মত। কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষনায় নৌকা, ঈগল ও কাঁচি প্রতিকের প্রার্থীরা এক একজন এগিয়ে যাচ্ছে আর শ্লোগানে শ্লোগানে মুখরিত হচ্ছে। সর্বোপরি রাত অনুমান ৯.৪৫ টার সময় বিজয়ী প্রার্থীর নাম ঘোষনা করা হয়। জেলা রির্টানিং কর্মকর্তার ঘোষনায় নৌকা প্রতীক ৫৪ হাজার ১৬৮ ভোট, কাঁচি প্রতিক ৫৭ হাজার ৮৭৪ ভোট এবং ঈগল প্রতিক ৬১ হাজার ৭৪২ ভোট পেয়েছেন বলে জানান। বেসরকারি ফলাফল ঘোষনায় ঈগল প্রতিকের প্রার্থী গোলাম সরোয়ার টুকু বিজয়ী হন


এদিকে আগামী ১০ জানুয়ারী শপথ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। শপথের জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন ঈগল প্রতিকে বিজয়ী প্রার্থী গোলাম সরোয়ার টুকু। অন্যদিকে নৌকা প্রতিকের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু জেলা রির্টানিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন ভোটের অনিয়ম নিয়ে। 


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-০১ আসনে বেআইনীভাবে ভোট গননা, ফলাফল বিবরণী প্রস্তুত ও একত্রিকরণ প্রক্রিয়ার বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু জেলা রির্টানিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে এ অভিযোগ দাখিল করা হয়। 


অভিযোগে বলা হয় বেআইনীভাবে ভোট গণনা, ফলাফল বিবরণী প্রস্তুত ও একত্রিকরণ প্রক্রিয়ায় নৌকা প্রতীকের উপস্থিত এজেন্টদের জোর আপত্তি উপেক্ষা করে আইন সংগত ভাবে প্রস্তুত না করায় ফলাফলে ব্যাপক কারচুপি, অনিয়ম ও বেআইনী কার্যকলাপ হয়েছে বলে দাবী করেন নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।


নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে এ্যাড. সোহরাব হোসেন মামুন বলেন- জেলা রির্টানিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি। অভিযোগপত্রে সুনির্দিষ্ট করে বলা হয়েছে ফলাফল সীটে নৌকার এজেন্টদের স্বাক্ষর নেই। এজেন্টদের জোর আপত্তি উপেক্ষা করে আইন সংগত ভাবে প্রস্তুত না করায় ফলাফলে ব্যাপক কারচুপি হয়েছে বলে দাবী করেন।


অভিযোগ পেয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা বলেন- অভিযোগ পেয়েছি, অভিযোগের বিষয় আমরা খতিয়ে দেখব।


অভিযোগ দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে যান আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। অভিযোগ দাখিলের সময় তারা রির্টানিং কর্মকর্তাকে নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু হয়েছে বলেও ধন্যবাদ জানান।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow