বরগুনায় ঘূর্নিঝড় মোকাবেলায় সাড়াপ্রদান বিষয়ক সমন্বয় সভা
উপকূলীয় বরগুনায় আগাম ঘূর্নিঝড় মোকাবেলায় কার্যক্রম পরিকল্পনা ও সাড়া প্রদান বিষয় ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সদরের উপজেলা সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, রেডক্রিসেন্ট, সিপিপি সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম বাংলাদেশের সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা জাগোনারীর মাধ্যমে এ প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।
জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা।
এছাড়াও সভায় ঘূর্ণিঝড় পস্তুতি কর্মসূচি (সিপিপি) উপপরিচালক গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের সহসভাপতি হাফিজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা জাগোনারীর ভূয়সী প্রশংসা করে বলেন, জাগোনারী ভালো ভালো কাজ করেন। আমার বিশ্বাশ এ প্রকল্পের মাধ্যমে তারা আরও ভালো কাজ করবেন।
তিনি চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেন, এটি একটি পরীক্ষামূলক প্রকল্প। যাতে করে কাজটি ভালো ভাবে করা যায় সে বিষয়ে আপনারা নজর রাখবেন।
What's Your Reaction?