মেয়র প্রার্থীর সমর্থন করায় মারধর, স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অব্যহতি

Feb 20, 2024 - 20:39
 0  64
মেয়র প্রার্থীর সমর্থন করায় মারধর, স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অব্যহতি
স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূর গাজী নয়ন

আমতলী পৌর নির্বাচনে মেয়র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূর গাজী নয়নকে দলীয় পদ থেকে সাময়িক অব্যহতি দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি।

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি  আজেকর পত্রিকাকে বলেন, নূর গাজী নয়নের বিরুদ্ধে আমতলী পূজা উদযাপন কমিটির সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ধীরাজ কুমারকে মারধরের অভিযোগ ওঠে। পরে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়ার পর শৃঙ্খলা-নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যহতি দেয়া হয়েছে । রাব্বি জানান, নয়নকে অব্যহতি দেয়ার বিষয়টি সোমবার (১৯ ফেব্রুয়ারী) সংগঠনের মাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এবং চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে আগামী সাত দিনের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সেলে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। 


উল্ললখ্য, গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সোয়া ৭টার সময় আমতলী মেয়র প্রার্থী নাজমুল আহসানের বাসার সামনে আমতলী পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক ধীরাজ কুমার বিশ্বাসকে অন্য আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মেয়র মতিয়ার রহমানের নির্বাচন সমর্থন দেয়া থেকে বিরত থাকতে গালিগালাজ করে নুর গাজী নয়নসহ অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জন। এতে ধীরাজ কুমার বিশ্বাস প্রতিবাদ করলে তাকে চারদিক থেকে ঘিরে নুর গাজী নয়নসহ অন্যান্যরা মারধর করে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে ধীরাজ কুমার বিশ্বাসকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এঘটনায় আমতলী থানায় একটি এজাহার মামলা দায়ের করা হলে নুর গাজী নয়নকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে আমতলী থানা পুলিশ।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow