তালতলীতে গৃহবধূকে মারধর করে ডাকাতি
বরগুনার তালতলী উপজেলার, কড়ইবাড়িয়া ইউনিয়নের শানুর বাজার এলাকার নুরুল ইসলাম মিয়ার বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটে। ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে। এসময় ঘরে নুরুল ইসলাম সাহেবের পুত্রবধু নিলুফা(৩০)ও নাতনী ঈভা (১৮) উপস্থিত ছিলো।
আহত নিলুফা জানায় ঘরে, পুরুষদের অনুপস্থিতির সুযোগে ডাকাতদল (আফাজ, রহমান, সুমন, ইব্রাহীম) বাড়ির সীমানায় আসলে, পুত্রবধু নিলুফাকে একা পেয়ে তার উপর হামলা চালায়। কয়েকজন তাকে টেনে হিচরে পার্শ্ববর্তী টিউব-ওয়েলের পাশে নিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে, ঘরে টাকা কোথায় আছে, জানতে চেষ্টা করে। এসময় নাতনী ইভা, দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করর দেয়। কয়েকজন ডাকাত ইভার পিছু ছুটে জানালা কেটে ঘরে ঢুকে ইভার কানের দুল ও স্বর্নালংকার ছিনিয়ে নেয়। এবং সমস্ত ঘর তছনছ করে ঘরে থাকা ৭০ হাজার টাকা নিয়ে যায়।
গৃহবধূ আরও জানায়, ঘটনার পর ৯৯৯ এ কল দিলেও, তালতলী থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসেনি। স্থানীয় ইউপি মেম্বার বাচ্চু ডাকতদের পক্ষ হয়ে, মিট করে দেয়ার আশ্বাস দিয়ে, ডাকাতদের পালিয়ে যেতে সহায়তা করে। আহত গৃহবধূ নিলুফা আক্তার, বরগুনা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে তালতলি থানা ইনর্চাজ শহিদুল ইসলাম জানায় ৯৯৯ এর কথা জানা নেই তবে আমাদের কাছে এখনে পর্যন্ত কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আমরা অবশ্যই বেবস্থা নিবো।
What's Your Reaction?